বসতঘরে আগুন লেগে ঘুমন্ত শিশু নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৮:০৩ পিএম, ০৭ মার্চ ২০২৫
ছবি: সংগৃহীত

নরসিংদীর দুর্গম চরাঞ্চল এলাকায় বসতঘরে আগুন লেগে ৬ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ মার্চ) সকালে করিমপুর ইউনিয়নের রসুলপুরে এ ঘটনা ঘটে। নিহত শিশু সুরাইয়া রসুলপুর গ্রামের মনির হোসেনের মেয়ে।

পুলিশ জানায়, শুক্রবার সকাল ৮টার দিকে বসতঘরটিতে শিশু সুরাইয়া ঘুমিয়ে ছিল। তখন ঘরে অন্য কেউ ছিল না। হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ঘরে আগুন লাগে। মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পরে। আগুনে ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এসময় চেষ্টা করেও আগুনের তীব্রতায় সুরাইয়াকে উদ্ধার করা যায়নি। পরে আগুন নিভে গেলে শিশু সুরাইয়ার কঙ্কাল সদৃশ মরদেহ উদ্ধার করা হয়।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদ হোসেন জানান, বসতঘরে আগুন লেগে একটি শিশু নিহতের ঘটনা ঘটেছে। ঘটনার তদন্তে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে।

বিশ্বজিৎ সাহা/এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।