বগুড়ায় আড়াই লাখ টাকার জালনোটসহ যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০১:০৯ পিএম, ০৮ মার্চ ২০২৫

বগুড়ার দুপচাঁচিয়া থেকে দুই লাখ ৪৪ হাজার জাল টাকাসহ মো. রাসেল মণ্ডল (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৭ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে দুপচাঁচিয়া থানার পশ্চিম আলোহালীপাড়া থেকে পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা তাকে গ্রেফতার করেন। এসময় তার কাছে ৫০০ টাকার ৪৮৮টি নোট পাওয়া গেছে। গ্রেফতার রাসেল উপজেলার বনতেতুলিয়া এলাকার মৃত আশরাফ আলীর ছেলে।

শনিবার (৮ মার্চ) বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঈদকে কেন্দ্র করে জালনোটগুলো ঢাকা থেকে বগুড়ায় আনা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি। তার সঙ্গে আর কারা যুক্ত আছে সেই বিষয়ে আমরা কাজ করছি।’

তিনি আরও বলেন, ‘এই ব্যক্তির নামে মাদক এবং বিশেষ ক্ষমতা আইনের ১৩টির বেশি মামলা আছে।’

এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।