যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৮:৫৮ পিএম, ০৮ মার্চ ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় কুমিল্লা উত্তর জেলা যুব মহিলা লীগের সদস্য তানিয়া আক্তার বিথিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৮ মার্চ) দুপুরে দেবীদ্বার পৌরসভার ছোটআলমপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াস জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার তানিয়া দেবীদ্বার পৌরসভার ছোটআলমপুরের মোখলেছুর রহমানের মেয়ে।

ওসি বলেন, ৪ আগস্ট আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর চালানো হামলায় বিথির সরাসরি যুক্ত থাকার একাধিক ভিডিও রয়েছে। সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর আড়াইটার দিকে তাকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে ৪ আগস্ট নিহত আব্দুর রাজ্জাক রুবেল ও ৫ আগস্ট আমিনুল ইসলাম সাব্বির হত্যাসহ মোট ছয়টি মামলা রয়েছে।

জাহিদ পাটোয়ারী/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।