ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে শেখ হাসিনার ছবি!

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৫:৪৮ পিএম, ১০ মার্চ ২০২৫
বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে এমনই ব্যানার দেখা গেছে

 

বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার দিয়ে জাতীয় পুষ্টি সেবা ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন করা হয়েছে।

সোমবার (১০ মার্চ) সকালে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. ইউলিয়াম লুসাই মেমোরিয়াল হলরুমে ভিটামিন এ প্লাস বিতরণ উপলক্ষে আয়োজিত সভায় এ ব্যানার টাঙানো হয়।

ব্যানারটিতে রয়েছে শেখ হাসিনার ছবি। এতে সভাপতি করা হয়েছে সাবেক কর্মকর্তা ডা. এখিং মারমাকে। তিনি ৪ মার্চ সেখান থেকে বদলি হয়ে ৮ মার্চ রোয়াংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেছেন। ১০ মার্চ ব্যানারটি টাঙিয়ে সভা অনুষ্ঠিত হলেও ব্যানারটিতে তারিখ ছিল ১৫ মার্চ।

এ বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সটির ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. নুর মোহাম্মদ জানান, নতুন ব্যানারটি প্রিন্ট করতে অফিসের কর্মচারী ফকরুলকে দায়িত্ব দেওয়া হয়েছিল। শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার টাঙানোর কারণে তার কৈফিয়ত তলব করা হয়েছে।

জানতে চাইলে হাসপাতালের কর্মচারী ফকরুল জানান, নতুন ব্যানার প্রিন্ট করতে ছাপাখানায় গিয়েছিলেন। তবে বিদ্যুৎ না থাকায় নতুন ব্যানার প্রিন্ট করতে পারেননি। কে বা কারা এই ব্যানার টাঙিয়েছেন তা তিনি জানেন না।

বান্দরবানের ডেপুটি সিভিল সার্জন দিলিপ কুমার দেবনাথ এসব বিষয়ে কিছুই জানেন না বলে ফোন কেটে দেন। পরে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।

নয়ন চক্রবর্তী/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।