ধনু নদে নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার, সন্ধান মেলেনি আরও একজনের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৭:২৫ পিএম, ১০ মার্চ ২০২৫

নেত্রকোনার খালিয়াজুরিতে গ্রামবাসীর ধাওয়া খেয়ে ধনু নদে নিখোঁজ হওয়া তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১০ মার্চ) বিকেলে নদের নাওটানা এলাকা থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন মরদেহগুলো উদ্ধার করেন। তবে মদনের গোবিন্দপুর গ্রামের ইয়াসিন মিয়া (২১) এখনো নিখোঁজ রয়েছেন।

নিহতরা হলেন জেলার আটপাড়া উপজেলার রূপচন্দ্রপুর গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে শহিদ মিয়া (৪৫), মদন উপজেলার বাগজান গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে রুকন মিয়া (৪২) ও কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে হৃদয় মিয়া (৩২)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (৮ মার্চ) সকালে জেলার বিভিন্ন উপজেলার সহস্রাধিক মাছ শিকারি পলো এবং লাঠিসোঁটা নিয়ে একটি জলমহালের মাছ লুট করতে যান। তারা নদ পার হতে চাইলে রসুলপুর গ্রামের লোকজন তাদের নৌকায় ধনু নদ পাড়ি দিতে বাধা দেন। এর জেরে সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের ধাওয়ায় বেশ কয়েকজন মাছ শিকারি প্রাণ বাঁচাতে ধুন নদে ঝাঁপ দেন। কিন্তু তাদের মধ্যে চারজন নিখোঁজ হন। আজ বিকেল ৩টার দিকে নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। তবে এখনো ইয়াসিন মিয়া নামের একজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

তিনজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত সাহেব আলী পাঠান বলেন, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উভয় পক্ষকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এইচ এম কামাল/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।