সহপাঠীকে ধর্ষণের অভিযোগে কারাগারে কলেজছাত্র

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৪:৪০ পিএম, ১১ মার্চ ২০২৫

ঝালকাঠির রাজাপুরে সহপাঠীকে ধর্ষণের অভিযোগে কাজী ফাহাদ (১৮) নামে এক কলেজছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১০ মার্চ) রাতে ছাত্রীর মা রাজাপুর থানায় মামলা করলে পুলিশ ঝালকাঠি শহর থেকে ফাহাদকে গ্রেফতার করে। পরদিন মঙ্গলবার (১১ মার্চ) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহারে ছাত্রীর মা উল্লেখ করেন, সহপাঠী হওয়ার সুবাদে তার মেয়ে ও ফাহাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার ধর্ষণের ফলে তার মেয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে বিয়ের জন্য চাপ দিলে ফাহাদ কৌশলে ২৬ ফেব্রুয়ারি ওষুধ খাইয়ে গর্ভপাত ঘটায়। এতে তার মেয়ে অসুস্থ হয়ে পড়লে বিস্তারিত ঘটনা জানতে পারেন তিনি।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, বিয়ের প্রলোভনে সহপাঠীকে ধর্ষণের অভিযোগের মামলার চার ঘণ্টার মধ্যে কাজী ফাহাদ নামে একজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মো. আতিকুর রহমান/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।