মানিকগঞ্জে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন


প্রকাশিত: ১০:৩৫ এএম, ২৪ মে ২০১৬

মানিকগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় বাবুল শিকদার নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এসময় মোসলেম মোল্লা ও মো. সিকান্দার নামে তার দুই সহযোগীকে ১৪ বছর করে কারাদণ্ড দেয়া হয়।

মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হাসিনা রৌশন জাহান এ রায় দেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানাগেছে, ২০১৫ সালের ১৯ অক্টোবর ওই স্কুলছাত্রী সিংগাইর উপজেলার খাবাসপুর স্কুলে প্রাইভেট পড়তে আসে। এসময় জোরপূর্বক একটি ইঞ্জিন চালিত ট্রলারে তাকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়।

মামলায় ১৩ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে ঘটনা সন্দেহাতিতভাবে প্রমাণিত হওয়ায় আদালত বাবুল শিকদারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডে দণ্ডিত করেন।

মামলার অপর দুই আসামি মোসলেম মোল্লা ও মো. সিকান্দারকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৬ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদাণ্ডের রায় দেন আদালত।

রায় ঘোষণার সময় আদালতে আসামিরা উপস্থিত ছিলেন না। ঘটনার পর থেকেই তারা পলাতক রয়েছেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন কৌসুলি অ্যাডভোকেট একেএম নূরুল হুদা রুবেল এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. দেলোয়ার আলম খান।

খোরশেদ/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।