ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টরচাপায় স্কুলছাত্রী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৮:৪০ পিএম, ১৪ মার্চ ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টরচাপায় মিতু (১৩) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) বিকালে সিলেট-কুমিল্লা সড়কের নন্দনপুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিতু জেলার সরাইল উপজেলার সদরের কাঁচারি পাড় এলাকার মজনু মিয়ার মেয়ে। সে সরাইল অ্যাকাডেমির পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

হাসপাতাল ও প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, মিতু গত ৩-৪ আগে ব্রাহ্মণবাড়িয়ার সদরের অষ্টগ্রামে তার খালার বাসায় বেড়াতে যায়৷ শুক্রবার বিকেলে সরাইলে নিজ বাড়ি ফেরার পথে নন্দনপুর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা (বিভাটেক) থেকে মহাসড়কে ছিটকে পড়ে। এসময় বিশ্বরোড অভিমুখী একটি ট্রাক্টর মিতুকে চাপা দেয়। পরে স্থানীয়রা মিতুকে গুরুতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মিতুকে মৃত ঘোষণা করেন।

খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবার অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে। ঘাতক ট্রাক্টরটি আটক করা হয়েছে।

আবুল হাসনাত মো. রাফি/এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।