শিশু সৌরভ হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার
ঝিনাইদহের কালীগঞ্জে চাঞ্চল্যকর শিশু সৌরভ হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাত ১০টার দিকে উপজেলার রায়গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করেছে পুলিশ।
আটকরা হলেন একই গ্রামের বিশ্বজিতের ছেলে বিপুল ও গোপাল দাসের ছেলে আকাশ।
পুলিশ জানায়, গত বছরের ২৭ ডিসেম্বর রায়গ্রামের বাবু দাসের ছেলে শিশু সৌরভ রহস্যজনকভাবে নিখোঁজ হয়। নিখোঁজের পরদিন দুপুর ৩টার দিকে থানা পুলিশ নিহত শিশুর বাড়ির পাশের একটি নির্মাণাধীণ বিল্ডিংয়ের ছাদ থেকে তার গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়।
কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসনে জানান, শিশু সৌরভ হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা করেছে।
আহমেদ নাসিম আনসারী/এফএ/এবিএস