টেকনাফে অস্ত্র-গুলিসহ মানবপাচার চক্রের সদস্য গ্রেফতার

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: ০৩:৩২ পিএম, ২৮ মার্চ ২০২৫

কক্সবাজারের টেকনাফে কেফায়েত উল্লাহকে (২৭) নামে অপহরণ ও মানবপাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও ১১ রাউন্ড গুলি পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দিনগত রাত আড়াইটার দিকে টেকনাফ সদর ইউনিয়নের নির্মাণাধীন বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আটক কেফায়েত উল্লাহ টেকনাফ বাহারছড়া ইউনিয়নের কচ্চপিয়া গ্রামের নুর হোছন ওরফে হোসেনের ছেলে। তার বিরুদ্ধে খুন, অপহরণ ও মানবপাচার সহ ১১টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কক্সবাজার জেলা পুলিশ সুপার মো. সাইফ উদ্দিন শাহিনের নির্দেশনায় টেকনাফ থানার একটি টিম ২৭ মার্চ দিনগত রাতে টেকনাফ সদর ইউনিয়নে কেফায়েত উল্লাহর নির্মাণাধীন নতুন সেমিপাকা বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় অপহরণ ও মানবপাচারকারী চক্রের অন্যতম হোতা কেফায়েত উল্লাহকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে তিনটি দেশীয় এলজি ও ১১টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন, তার বিরুদ্ধে পূর্বে খুন, অপহরণ ও মানবপাচার আইনে থানায় ১১টি মামলা রয়েছে। তাকে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

জাহাঙ্গীর আলম/এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।