পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৩:৪২ পিএম, ২৮ মার্চ ২০২৫

বরগুনার পাথরঘাটায় প্রবাসীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার ঘটনায় পর্নোগ্রাফি মামলায় আবুল কালাম ওরফে গদি কালাম নামে এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দিনগত রাত সাড়ে ৩টার দিকে পর্নোগ্রাফি মামলায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আবুল কালাম পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ মার্চ রাত ১০টার দিকে বিএনপি নেতা আবুল কালাম ও তার সহযোগীরা প্রবাসী নাজমুল জমাদ্দারকে জোরপূর্বক একটি আবাসনে নিয়ে যান। সেখানে আগে থেকে রাখা এক নারীর পাশে বসিয়ে তার পোশাক খুলতে বাধ্য করেন ও সেই দৃশ্যের ভিডিও ধারণ করেন। পরে নাজমুলের থেকে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করা হয়। আংশিক টাকা পরিশোধ করলেও সম্পূর্ণ টাকা দিতে না পারায় ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন তারা।

এ ঘটনায় ভুক্তভোগী নাজমুল জমাদ্দারের মা রানী বেগম বৃহস্পতিবার (২৭ মার্চ) দিনগত রাতে পাথরঘাটা থানায় পর্নোগ্রাফি আইনে কালামকে প্রধান অভিযুক্ত করে মামলা দায়ের করেন। মামলার পর রাতে যৌথবাহিনী অভিযান চালিয়ে আবুল কালামকে গ্রেফতার করে।

এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জাগো নিউজকে বলেন, অভিযোগের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে আবুল কালামকে গ্রেফতার করেছে। তাকে আদালতে পাঠানো হবে।

নুরুল আহাদ অনিক/এমএন/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।