বান্ডিল বান্ডিল টাকা বিলাচ্ছেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৫:২৯ পিএম, ৩০ মার্চ ২০২৫
কর্মীদের মাঝে টাকা বিতরণ করছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মাসুদুর রহমান মাসুদ/ছবি-ভিডিও থেকে নেওয়া

নারায়ণগঞ্জে এক ছাত্রদল নেতার বান্ডিল বান্ডিল টাকা বিলানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

টাকা বিলি করা ওই নেতা হলেন মাসুদুর রহমান মাসুদ। তিনি রূপগঞ্জের বাসিন্দা এবং নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি। বর্তমানে জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী মাসুদ।

২৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, কালো পাঞ্জাবি পরিহিত মাসুদ গুনে গুনে প্রত্যেকের হাতে টাকা ধরিয়ে দিচ্ছেন। তাকে টাকা গুনতে সাহায্য করতে দেখা যাচ্ছে একজনকে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মাসুদুর রহমান মাসুদ জাগো নিউজকে বলেন, ‘টাকাগুলো আমার ওয়াইফাই ও ডিস লাইনের ব্যবসার লাভের অংশ। আমি ১৫-১৬ বছর ধরে এই ব্যবসা করি। প্রতিবছর কর্মীদের পাঞ্জাবি কিনে দিলেও এবার সময়-সুযোগ না পাওয়ায় সরাসরি টাকা তুলে দিয়েছি।’

মোবাশ্বির শ্রাবণ/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।