নারায়ণগঞ্জে ফার্নিচার মার্কেটে আগুন, ২০ দোকান ছাই

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ১২:৩৭ পিএম, ০২ এপ্রিল ২০২৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি কাঠের ফার্নিচার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (২ এপ্রিল) ভোর ৪টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের মক্কীনগর এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।

খবর পেয়ে কাচপুর মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর ৪টার দিকে ফার্নিচার মার্কেটটিতে হঠাৎ আগুণ ধরে। পরে তাৎক্ষণিক দোকান মালিকরা কাচপুর ফায়ার সার্ভিসকে বিষয়টি জানালে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।

ঘটনাস্থলে থাকা রাজু নামের এক ব্যক্তি বলেন, আগুনে এখানকার ব্যবসায়ীদের অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি আগুন ধরার পর থেকে এখানে ছিলাম। মূলত মার্কেটটি বন্ধ ছিল, বিদ্যুতের লাইনও বন্ধ, তারপরও কীভাবে আগুন ধরেছে নিশ্চিত করে বলা যাচ্ছে না। মালিকদের অভিযোগ এখানে কিছু বখাটে ছেলে নেশা করে করে। হয়ত তাদের সিগারেট থেকে আগুনের সূত্রপাত।

এ বিষয়ে কাঁচপুর মর্ডান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাহাঙ্গীর আলম জাগো নিউজকে বলেন, আমাদের দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণ এনেছে। মার্কেটটির ছোট ২০টি দোকান পুড়ে গেছে। আগুনের সূত্রপাত হয়ত বিদুৎতের তার থেকে হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে ছয় থেকে সাত লাখ টাকা ধারনা করছি। বাকিটা তদন্ত করে তারপর বলা যাবে।

মো. আকাশ/এমএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।