থানচিতে আরো ৩০ মেট্রিক টন চাল বরাদ্দ


প্রকাশিত: ০৩:১৯ পিএম, ২৬ মে ২০১৬

বান্দরবান জেলার দুর্গম থানচি উপজেলায় আরো ৩০ মেট্রিক টন চাল জরুরি ত্রাণ হিসেবে বরাদ্দ দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক সাংবাদিকদের এই তথ্য জানান।

তিনি জানান, গত বুধবার ১৬ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়। এসব চাল বিতরণ করা হবে ২ হাজার ৩০০ পরিবারের মাঝে।

এদিকে সেনা সূত্রে জানা যায়, সেনা রিজিয়ন কমান্ডার পক্ষ থেকে এসব দুর্গম এলাকায় দ্রুত খাদ্য শস্য পৌঁছানোর কাজে সেনাবাহিনীর হেলিকপ্টার ব্যবহারে সম্মতি প্রদান করা হয়েছে।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, থানচি উপজেলার রেমাক্রি, বড়মদকের ভেতর পাড়া, হৈয়োক খুমী পাড়া, সাঙ্গু রিজার্ভ ফরেস্ট, তিন্দু ইউনিয়নের দুর্গম যোগীচন্দ্র পাড়া, ছোট মদক এসব এলাকায় চরম খাদ্য সংকট দেখা দিয়েছে।

গত বছর পাহাড়ে জুম চাষ করে ধান পায়নি জুমিয়া পরিবার। যেটুকু ধান পেয়েছেন তা দুই থেকে তিন মাসেই শেষ হয়ে গেছে। ফলে এক বেলা আধা বেলা খেয়ে বা সারাদিন আলু আর কলা গাছ খেয়ে দিন পার করতে হচ্ছে উপজেলার প্রায় আড়াই হাজার পরিবারকে। এর আগেও ২০ মেট্রিক টন খাদ্য শস্য ওই এসব এলাকায় প্রদান করা হয়।   

সৈকত দাশ/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।