বরগুনার সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৩:২৩ এএম, ০৫ এপ্রিল ২০২৫
গ্রেফতার মনিরুল ইসলাম মনির

বরগুনা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম মনিরকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৪ এপ্রিল) রাত ৮টার দিকে সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মনসাতলী নামক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে মনিরুল ইসলামকে গ্রেফতার করা হয়। আওয়ামী লীগ সরকারের সময়ে সবশেষ দুটি উপজেলা পরিষদ নির্বাচনে মনিরুল চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে দুবারই নির্বাচিত হন। এরও আগে তিনি বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি সদর থানার বিশেষ আইনের মামলার আসামি বলে জানা গেছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মনিরুল ইসলাম মনিরকে গ্রেফতার করা হয়। তিনি বরগুনা থানার বিশেষ আইনের মামলার একজন আসামি। তাকে গ্রেফতারের জন্য থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছিল। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

নুরুল আহাদ অনিক/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।