দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে নিহত স্বেচ্ছাসেবক দল নেতা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০২:৫১ পিএম, ০৭ এপ্রিল ২০২৫

দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে বড় ভাই মিজান মিয়া (৪০) নিহত হয়েছেন। সোমবার (৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জের কালিকাপ্রসাদ ইউনিয়নের চরেকান্দায় ঘটে এ ঘটনা।

নিহত মিজান মিয়া কালিকাপ্রসাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। তিনি পেশায় একজন পাদুকা ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চরেরকান্দা এলাকার সেনবাড়ির মতি মিয়ার চার ছেলের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে মিজানের ছোট দুই ভাই রোমান ও রিপনের মধ্য বাড়ির পাশে টয়লেট স্থাপন নিয়ে কথা কাটাকাটি হয়।

এসময় মিজান বাইরে থেকে বাড়ি ফিরে দেখেন তার দুই ভাই কথা কাটাকাটি করছেন। তিনি ঝগড়া থামাতে চেষ্টা করলে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিজানের স্ত্রী তাসলিমা বেগম বলেন, ঘরের পাশে টয়লেট বসানো নিয়ে রোমানের সঙ্গে রিপনের ঝগড়া হয়। তখন আমার স্বামী বাড়ি ছিলেন না। যখন আসেন তখন তাদের ঝগড়া থামাতে গিয়ে তাদের আঘাতে আহত হন তিনি। পরে তাকে আমরা চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।

নিহত মিজানের বাবা মতি মিয়া বলেন, আমার চার ছেলে সবাই যার যার মতো ব্যবসা করে সংসার চালায়। এরমধ্যে বাড়িতে টয়লেট বসানো নিয়ে রোমান ও রিপনের মধ্য ঝগড়া হয়। তখন আমার বড় ছেলে তাদের ঝগড়া থামাতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে যায়। পরে আমরা তাকে বাজিতপুর হাসপাতালে নিয়ে যাই। সেখানে সে মারা যায়।

এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী জানান, স্বেচ্ছাসেবক দলের নেতার মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিকভাবে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রির্পোট পাওয়ার পর জানা যাবে কীভাবে তার মৃত্যু হলো।

রাজীবুল হাসান/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।