নারায়ণগঞ্জ কারাগারের সামনের পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ০৮ এপ্রিল ২০২৫

নারায়ণগঞ্জের ফতুল্লার সস্তাপুরে জেলা কারাগারের সামনের পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক কিশোরের (১৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে কারাগারের সামনের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখা যায়। নিহতের বয়স আনুমানিক ১৪-১৫ বছর হবে। কিশোরের পরনে ছিল একটি সাদা পায়জামা। তার মুখের একপাশে আঘাতের চিহ্ন রয়েছে।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক ওয়াসিম বলেন, ধারণা করা হচ্ছে পানিতে ডুবে কিশোরের মৃত্যু হয়েছে। তবে তার মুখে আঘাতের চিহ্ন দেখা গেছে। আমরা মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও বলেন, কিশোরের কোনো পরিচয় পাওয়া যায়নি। আশপাশের লোকজনকে জিজ্ঞাস করলেও তারা শনাক্ত করতে পারেনি। আমাদের ধারণা ছেলেটি মাদরাসার শিক্ষার্থী হতে পারে।

মোবাশ্বির শ্রাবণ/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।