দুমকি উপজেলা আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৩:৩২ পিএম, ০৯ এপ্রিল ২০২৫
আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ

পটুয়াখালীর দুমকি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদকে (৬৫) গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ভূমিপল্লি আবাসিক এলাকার এক আত্মীয়ের বাসা থেকে তাকে আটক করে পুলিশে হস্তান্তর করে র‌্যাব।

আবুল কালাম আজাদ উপজেলা বিএনপি অফিস ভাঙচুর, লুট ও মারধরের অভিযোগে করা মামলার ১ নম্বর আসামি।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমন করতে ২০২৪ সালের ৪ আগস্ট আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ, যুবলীগ দিয়ে হামলা ও সংবাদ সংগ্রহ করার কারণে সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হয়ে প্রেস ক্লাব ভাঙচুর করেন তিনি।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, উপজেলা বিএনপি অফিস ভাঙচুর মামলার আসামি আবুল কালাম আজাদকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আব্দুস সালাম আরিফ/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।