আদমজী ইপিজেডে বিশৃঙ্খলার চেষ্টা, আটক ৪৫

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৯:৫০ পিএম, ১২ এপ্রিল ২০২৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে বিশৃঙ্খলার অভিযোগে ৪৫ জনকে আটক করে পুলিশ সোপর্দ করেছে সেনাবাহিনী। শনিবার (১২ এপ্রিল) বিকেলে ইপিজেডের ভেতর থেকে তাদের আটক করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, আটকরা ফিলিস্তিনের মিছিলের নামে আদমজী ইপিজেডের ভেতরে প্রবেশ করে বিশৃঙ্খলা এবং কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে। এসময় তারা একটি ফ্যাক্টরির গ্লাসও ভাঙচুর করে। খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থল পৌঁছে তাদের আটক করে পুলিশে হস্তান্তর করে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

মো. আকাশ/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।