থানচিতে আরো ১০০ মেট্রিক টন চাল বরাদ্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩১ এএম, ২৮ মে ২০১৬
ফাইল ছবি

বান্দরবানের থানচি উপজেলার খাদ্য সঙ্কটাপন্ন দূর্গম অঞ্চলসমুহের জন্য আরো ১০০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। শনিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।

বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক জানান, ইতোমধ্যে খাদ্য সঙ্কটাপন্ন এলাকাগুলোতে ৪৬ মেট্রিক টন চাল পাঠানো হয়েছে। আপদকালীন মজুদ হিসেবে বর্তমানে জেলা প্রশাসনের হাতে ২০০ মেট্রিক টন চাল রয়েছে। শনিবার আরো ১০০ মেট্রিক টন চাল বরাদ্দ পাওয়া গেছে।

তিনি আরো জানান, নতুন বরাদ্দসহ থানচি এলাকার জন্য মোট ৩৪৬ মেট্রিক টন খাদ্য সাহায্য পাওয়া গেছে।

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, থানচি উপজেলার রেমাক্রি, বড়মদকের ভেতর পাড়া, হৈয়োক খুমী পাড়া, সাঙ্গু রিজার্ভ ফরেস্ট, তিন্দু ইউনিয়নের দূর্গম যোগীচন্দ্র পাড়া ও ছোট মদক এলাকায় চরম খাদ্য সঙ্কট দেখা দিয়েছে।

তারা আরো জানান, গত বছর পাহাড়ে জুম চাষ করে ধান পায়নি জুমিয়া পরিবারগুলো। যেটুকু ধান পেয়েছেন তা দুই থেকে তিন মাসেই শেষ হয়ে গেছে। ফলে এক বেলা আধা বেলা খেয়ে বা সারাদিন আলু আর কলা খেয়ে দিন পার করতে হচ্ছে উপজেলার প্রায় আড়াই হাজার পরিবারকে।

সৈকত দাশ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।