ফয়জুল করীমকে বরিশালের মেয়র ঘোষণার দাবিতে গণমিছিল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল
প্রকাশিত: ০৫:৫৩ পিএম, ১৯ এপ্রিল ২০২৫

ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমকে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র ঘোষণার দাবিতে গণমিছিল করেছে ছাত্র-জনতা।

শনিবার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে থেকে মিছিলটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় টাউন হলের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, ২০২৩ সালের জুনে বিসিসি নির্বাচনে হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী হাতপাখা প্রতীকের প্রার্থীর ওপর ন্যক্কারজনক হামলা চালায়। ওই নির্বাচনে দলীয়করণ করে নৌকার পক্ষে কাজ করে নির্বাচন কমিশন। এ অবস্থায় ২০২৩ সালের নির্বাচনের ফলাফল বাতিল করে হাতপাখা প্রতীকের প্রার্থী ফয়জুল করীমকে মেয়র ঘোষণার দাবি জানান তারা।

ফয়জুল করীমকে বরিশালের মেয়র ঘোষণার দাবিতে গণমিছিল

এ সময় যুব নেতা রেজাউল করিম, যুব নেতা আমান হোসেন রিয়াদ, ছাত্রনেতা এফ এম সালাউদ্দিন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইব্রাহীম, মেহেদী, হান্নান উদ্দীন শাকিল, হাতেম আলী কলেজের ছাত্র হাসিবুল হাসান শান্ত, হাবিবুল্লাহ রনি, পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র জহিরুল ইসলাম জিহাদ প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে বৃহস্পতিবার ২০২৩ সালের বিসিসি নির্বাচনের ফলাফল বাতিল করে দ্বিতীয় স্থানে থাকা ফয়জুল করীম মেয়র হতে আদালতে মামলা করেন। বৃহস্পতিবার দুপুরে তিনি সদর জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে এ আবেদন করেন। সৈয়দ ফয়জুল করিমের পক্ষে আবেদনটি আদালতে দাখিল করেন তার আইনজীবী শেখ আবদুল্লাহ নাসির।

শাওন খান/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।