ছাগল চুরি করায় দুই চোরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৮:৫৬ এএম, ২০ এপ্রিল ২০২৫
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ছাগল চুরি করতে গিয়ে ধরা পড়া দুই চোরকে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করেছেন স্থানীয়রা। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন, দামুড়হুদা উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের স্কুলপাড়ার মৃত শুকুর আলীর ছেলে আনারুল ইসলাম (২৫) ও চুয়াডাঙ্গা পৌরসভার হাটকালুগঞ্জপাড়ার মৃত ওয়াজেদ আলী শেখের ছেলে পিনু শেখ (৩৮)।

জানা গেছে, দামুড়হুদা পুরাতন বাজারপাড়ার ইসমাইল হোসেনের ছেলে আকিব আহম্মেদের বাড়ির সামনে থেকে একটি কালো রঙের বড় খাসি ছাগল চুরি করে ইজিবাইকে পালানোর চেষ্টা করছিল চোরেরা। এসময় আকিবের মা খাদিজা খাতুন চুরির ঘটনা দেখে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসেন। আকিব ও স্থানীয়রা মোটরসাইকেলে ধাওয়া দিয়ে ব্র্যাক মোড় এলাকায় তাদের আটক করেন ও চুরি যাওয়া ছাগলসহ চোরদের ধরে ফেলেন।

পরে উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয়। খবর পেয়ে দামুড়হুদা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে এবং ছাগল ও চুরিতে ব্যবহৃত ইজিবাইক জব্দ করে।

এ ঘটনায় ভুক্তভোগী আকিব আহম্মেদ থানায় একটি মামলা করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, আটক দুই চোরের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে।

হুসাইন মালিক/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।