সোনারগাঁয়ে ছাত্রলীগের ঝটিকা মিছিল

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ১২:১৯ পিএম, ২১ এপ্রিল ২০২৫

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’ স্লোগানে ঝটিকা মিছিল করেছেন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

সোমবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর নয়াবাড়ি অংশে এই বিক্ষোভ করা হয়।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ- সার্কেল) আসিফ ইমাম।

৫ আগস্ট পরবর্তীতে সোনারগাঁয়ে এই প্রথম প্রকাশ্যে আওয়ামী লীগের ব্যানারে কোনো কর্মসূচি করতে দেখা গেছে। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওটি অস্পষ্ট হওয়ায় বিক্ষোভকারীদের কাউকে চেনা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে ছাত্রলীগ এই বিক্ষোভ মিছিল করেছে।

সোনারগাঁয়ে ছাত্রলীগের ঝটিকা মিছিল

এ বিষয়ে বক্তব্য নিতে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মফিজুর রহমানকে মুঠোফোনে কল দেওয়া হলেও তিনি কলটি রিসিভ করেননি।

অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) আসিফ ইমাম বলেন, আজ সকালে আওয়ামী লীগের ব্যানারে ছাত্রলীগ একটি মিছিল করেছে। ভিডিও ঘোলাটে হওয়ায় কাউকে শনাক্ত করা যাচ্ছে না। আমরা তাদের শনাক্তে এরইমধ্যে মাঠে নেমেছি। তাদের আটকের চেষ্টা চলছে।

মো. আকাশ/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।