বরগুনায় নিষেধাজ্ঞা না মেনে শিকার করা মাছ জব্দ
বরগুনায় নিষেধাজ্ঞা অমান্য করে ট্রলারসহ শিকার করা মাছ জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার (২২ এপ্রিল) ভোরে পৌর মাছ বাজার ঘাটে অভিযান চালিয়ে মাছগুলো জব্দ করা হয়।
পুলিশ জানায়, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের জন্য সামুদ্রিক মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করে সরকার। কিন্তু কিছু অসাধু জেলে এ নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকার অব্যাহত রেখেছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা সদর থানার ওসি দেওয়ান জগলুল হাসানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানকালে সাগর থেকে আনা ট্রলারসহ মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত সেসব মাছ নিলামে বিক্রি করা হয়।

এ বিষয়ে বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মো. মহসীন বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। জব্দকৃত মাছ তিন লাখ ৫৬ হাজার টাকা নিলামে বিক্রি করা হয়েছে।
নুরুল আহাদ অনিক/আরএইচ/এমএস