হত্যার ১৭ বছর পর দুই আসামির যাবজ্জীবন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:০১ এএম, ২৪ এপ্রিল ২০২৫
ফাইল ছবি

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় এমদাদুল ফরাজী নামের এক যুবককে হত্যা মামলায় ১৭ বছর পর দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানাসহ আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) পিরোজপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মোক্তাগীর আলম এই রায় দেন।

দণ্ডিতরা হলেন- পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার গোলবুনিয়া গ্রামের মজিদ হাওলাদারের ছেলে মো. হাচান হাওলাদার (৩৫) এবং গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার ঘোনাপাড়ার সিরাজুল ইসলামে ছেলে প্রিন্স মোল্লা (৪২)।

বাদী পক্ষের আইনজীবী ওয়াহিদ হাসান বাবু বলেন, ২০০৮ সালের ৩ মার্চ এমদাদুল ফরাজীর ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে আসামিরা সাফা বন্দর এলাকা থেকে চরখালী এলাকায় আসেন। সেখানে থেকে আসামিরা ভান্ডারিয়ার-মঠবাড়িয়া সড়কের দারুল হুদা মাদরাসা এলাকায় গেলে সেখানে মোটরসাইকেল চালক এমদাদুলকে হত্যা করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় নিহত এমদাদুল ফরাজীর বাবা খানজাহান আলী ভান্ডারিয়া থানায় আসামির নামে ২০০৮ সালের ৪ মার্চ হত্যা মামলা করেন। পরে তদন্তকারী কর্মকর্তা ভান্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন আসামিদের অভিযুক্ত করে আদালতে একই বছরের ২৫ এপ্রিল অভিযোগপত্র দাখিল করেন। পরে ১৩ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালতের বিচারক আসামিদের অভিযুক্ত করে এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা উপস্থিত ছিলেন না।

সূত্র-ইউএনবি

এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।