ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামের নাম পরিবর্তন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৭:২১ পিএম, ২৪ এপ্রিল ২০২৫

ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ‘জেলা স্টেডিয়াম, ময়মনসিংহ’ করা হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব (যুগ্ম সচিব) মো. আমিনুল ইসলাম সই করা এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, জাতীয় ক্রীড়া পরিষদ নির্মিত চট্টগ্রামের এমএ আজিজ এবং ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে। স্টেডিয়াম দুটির নতুন নাম যথাক্রমে জেলা স্টেডিয়াম, চট্টগ্রাম এবং জেলা স্টেডিয়াম, ময়মনসিংহ।

একই প্রজ্ঞাপনে পল্টনে অবস্থিত আইভি রহমান সুইমিংপুলের নাম পরিবর্তন করে ছয়বার ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া ব্রজেন দাসের নামে নামকরণের সিদ্ধান্তও জানানো হয়েছে।

ময়মনসিংহ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এম.কে.এম দেলোয়ার হোসেন মুকুল জাগো নিউজকে বলেন, প্রজ্ঞাপনের মাধ্যমে নাম পরিবর্তনের বিষয়টি জানতে পেরেছি। এই স্টেডিয়াম নিয়ে আমাদের অনেক প্রত্যাশা রয়েছে। এখনো অনেক উন্নয়ন বাকি। দীর্ঘদিন উন্নয়নের দাবি জানালেও তা হচ্ছে না।

১৯৬১ সালে নির্মিত ময়মনসিংহ স্টেডিয়ামটি রফিক উদ্দিন ভূঁইয়া নামের আগে ময়মনসিংহ জেলা স্টেডিয়াম নামে পরিচিত ছিল।

কামরুজ্জামান মিন্টু/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।