নোয়াখালীতে পুকুরে ডুবে প্রাণ গেলো দুই শিশুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৮:১৮ পিএম, ২৫ এপ্রিল ২০২৫

নোয়াখালীর সুবর্ণচরে খেলাচ্ছলে পুকুরে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে চরক্লার্ক ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

তারা হলো, পাখি আক্তার (৭) ও আলিশা আক্তার (৭)। পাখি দক্ষিণ চরক্লার্ক গ্রামের দিনমজুর মনু মিয়ার মেয়ে এবং আলিশা একই গ্রামের সাইফুর রহমান মাসুদের মেয়ে। তারা ফকির মার্কেট নুরানি মাদরাসার শিক্ষার্থী ছিল।

স্থানীয় ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল বাসার জানান, দুপুরে শিশুরা তাদের মায়ের অগোচরে খেলতে গিয়ে পুকুরে নামে। তারা সাঁতার না জানায় অসাবধানতাবশত পুকুরের পানিতে ডুবে যায়। পরে খোঁজাখুঁজি করে পুকুর থেকে তাদের উদ্ধার করে পাশের পল্লি চিকিৎসকের কাছে নিলে তিনি মৃত ঘোষণা করা হয়।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীন মিয়া বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি শুনেছি। অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।