সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেফতার দাবি
সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার দাবিতে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা বলেন, গত ১৭ বছরে দেশে মানবাধিকার, ভোটাধিকার ও ন্যায়বিচার ছিল না। ফ্যাসিবাদী শাসন কায়েম করে বিচার বিভাগকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। যার অন্যতম সহযোগী ছিলেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক।
বক্তারা আরও বলেন, বিচার বিভাগের কাঁধে বন্দুক রেখে জনগণের ওপর দমন-পীড়ন চালানো হয়েছে। বিচারপতি খায়রুল হক বিচারহীনতার সংস্কৃতি চালু করে বিচার বিভাগকে কলুষিত করেছেন।
এসময় সাবেক এই প্রধান বিচারপতিকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।
এতে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আলমগীর চৌধুরী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বান্দরবান জেলা সাধারণ সম্পাদক উম্যাচিং মারমা, জাহাঙ্গীর আলম খান প্রমুখ।
নয়ন চক্রবর্তী/এসআর/এএসএম