বান্দরবানে পর্যটকের ভিড়, খালি নেই হোটেল-মোটেল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৬:১৪ পিএম, ০১ মে ২০২৫

প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি পাহাড় কন্যা বান্দরবানে বছর জুড়ে কম-বেশি পর্যটক থাকেন। ছুটির দিনে পর্যটকের সংখ্যা বাড়ে কয়েক গুন।

এবারও মহান মে দিবস ও সাপ্তাহিক সরকারি ছুটি উপলক্ষে অধিকাংশ হোটেলে-মোটেল ও রিসোর্টের কক্ষ বুকিং হয়ে গেছে।

বৃহস্পতিবার (১ মে) বান্দরবান সদর এলাকার হোটেল ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায় এ তথ্য।

এবার ১ মে (মে দিবস) ও ২-৩ সাপ্তাহিক ছুটি মিলে টানা তিনদিনের ছুটি। ফলে পর্যটকের সাড়া পেয়েছেন বান্দরবানের হোটেল ব্যবসায়ীরা। এরই মধ্যে অধিকাংশ হোটেলের আজকের দিনের শতভাগ কক্ষ বুকড হয়ে গেছে।

হোটেল গার্ডেন সিটির ফ্রন্ট ডেক্সের দায়িত্বে থাকা মো. আরমান জানান, ১,২ ও ৩ মে- এই তিনদিন তাদের হোটেলে গড়ে ৯০ শতাংশ কক্ষ বুকিং হয়ে গেছে। বাকি সময়ে শতভাগ পূর্ণতা পাবে।

হোটেল হিল্টনের ফ্রন্ট ডেক্স ম্যানেজার আক্কাস উদ্দীন সিদ্দিকী জানান, আজ তাদের হোটেলে শতভাগ বুকিং হয়ে গেছে। ২-৩ মে গড়ে প্রায় ৫০ শতাংশ বুকিং রয়েছে।

হোটেল হিলভিউয়ের ফ্রন্ট ডেক্স ম্যানেজার মসুদ পারভেজ জানান, আজ তাদের হোটেলে ৮০ শতাংশ কক্ষ বুকড হয়ে গেছে। বাকি সময়ের মধ্যে এই সংখ্যা শতভাগ হয়ে যাবে। এছাড়া ২-৩ মেও পর্যটকের ভালো সাড়া পাবেন বলে আশা করছেন।

হোটেল গ্র্যান্ড ভেলির ফ্রন্ট ডেক্স ম্যানেজার মো. জাহেদ বলেন, ২ ও ৩ মে ৪০-৫০ শতাংশ বুকিং রয়েছে।

হোটেল ডিমোরের ফ্রন্ট ডেক্স ম্যানেজার নয়ন লালা জানান, আজ তাদের হোটেলে ৫০ শতাংশ বুকড রয়েছে।

হোটেল আরণ্যের স্বত্বাধিকারী ও হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক জসীম উদ্দীন জানান, আজ তাদের হোটেলে ৯০ শতাংশ কক্ষ বুকড হয়েছে।

তিনি আরও বলেন, মহান মে দিবস ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে ভালো সাড়া পেয়েছেন হোটেল ব্যবসায়ীরা। আজকের দিনে বান্দরবানেরে হোটেলগুলোতে গড়ে ৯০ শতাংশ বুকিং পেয়েছে।

নয়ন চক্রবর্তী/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।