নারায়ণগঞ্জে ব্যবসায়ীকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢামেকে ভর্তি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১১:২০ পিএম, ০১ মে ২০২৫
দুই যুবক ব্যবসায়ীকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়

নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তদের গুলিতে মো. নান্টু নামে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) রাত ৮টার দিকে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের পাগলা বাজার এলাকায় আফসার করিম প্লাজার সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নান্টুকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়ে দুর্বৃত্তরা। দুটি গুলি তার শরীরে বিদ্ধ হয়েছে। খবর পেয়ে ফতুল্লা মডেল থানার একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পাগলা বাজার এলাকার ফল ব্যবসায়ী উত্তম বলেন, আমি রাস্তার পাশে ফল নিয়ে বসে ছিলাম। পাগলা বাজার আফসার করিম প্লাজার মালিক নান্টু সাহেব ঘুরে ঘুরে ফল কিনছিলেন। ফল কেনা শেষে তিনি গাড়িতে ওঠার সময় তাকে লক্ষ্য করে দুজন যুবক এলোপাতাড়ি গুলি চালায়। এসময় নান্টু সাহেব তার ব্যবহৃত গাড়িতে উঠে পড়েন এবং গাড়িটি দ্রুত সেখান থেকে ফতুল্লার দিকে চলে যায়। এ ঘটনার পর থেকে বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ব্যবসায়ী নান্টুর শরীরে দুটি গুলি বিদ্ধ হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানতে পেরেছি। দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

মোবাশ্বির শ্রাবণ/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।