গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি কারাগারে


প্রকাশিত: ১০:০০ এএম, ৩০ মে ২০১৬

চলন্ত বাসে পেট্রলবোমা ছুড়ে শিশুসহ ৮ জনকে পুড়িয়ে হত্যা মামলায় গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি আনিসুজ্জামান খান বাবুর (৫৯) জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রাশেদা সুলতানা ওই আদেশ দেন।

বেলা ১২টার দিকে আনিসুুজ্জামান খান বাবু তার আইনজীবীদের মাধ্যমে জেলা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। তার অন্যতম আইনজীবী অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান এ তথ্য নিশ্চিত করেছেন। তার অপর আইনজীবী হানিফ বেলার বলেন, তারা এ ব্যাপারে উচ্চ আদালতে আবেদন করবেন।
 
জেলা জজ আদালতের দায়িত্বে থাকা কোর্ট ইন্সপেক্টর (জিআরও) এনামুল হক জানান, বিচারকের নির্দেশে আনিছুজ্জামান খান বাবুকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সূত্র জানায়,  গত ২০১৪ সালের ৬ ফেব্রুয়ারি সুন্দরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘নাপু এন্টারপ্রাইজের’ বাসে পেট্রলবোমা ছোঁড়ে দুর্বৃত্তরা। এতে বাসে থাকা দুই শিশু ও নারীসহ আটজন মারা যায়।

এ ঘটনায় দায়ের হওয়া মামলার অন্যতম আসামি আনিসুজ্জামান খান বাবু। ওই মামলায় জামিনের জন্য তিনি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। কিন্তু বিচারক শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করেন।

অমিত দাশ/এমএএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।