নারায়ণগঞ্জে নকশাবহির্ভূত নির্মাণাধীন ভবনে রাজউকের অভিযান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৫:৫৩ পিএম, ০৪ মে ২০২৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় ইমারত আইন অমান্য করে ও নকশা বহির্ভূতভাবে নির্মাণাধীন ভবনে অভিযান পরিচালনা করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

রোববার (৪ মে) দিনব্যাপী নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারভীনের নেতৃত্বে উত্তর ভুইগড় ও শান্তিধারা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় নকশা বহির্ভূতভাবে নির্মাণাধীন একটি পাঁচতলা ভবনের বর্ধিত অংশ, রাস্তার জায়গা না রেখে রাস্তার ওপর ভবন নির্মাণ করায় একটি দোতলা এবং একটি একতলা ভবনের বর্ধিত অংশ ভেঙে দেওয়া হয়। সেইসঙ্গে রাজউকের অনুমোদন ও নকশা ছাড়া নির্মাণাধীন একটি পাঁচতলা ভবনের মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

তবে চারটি ভবনের মালিকদের কাউকে না পাওয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ মিটার জব্দ করা হয়। একইসঙ্গে সবগুলো ভবনের নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারভীনের বলেন, ভবনগুলোর বর্ধিতাংশ ভেঙে দেওয়া হয়েছে এবং জরিমানা করা হয়েছে। অনুমোদন, নকশা ও নিয়ম বহির্ভূতভাবে নির্মাণাধীন সব ভবনের বিরুদ্ধে রাজউকের অভিযান অব্যাহত থাকবে।

মোবাশ্বির শ্রাবণ/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।