বিয়ের দাবিতে প্রবাসীর বাড়িতে অনশনে বসা তরুণীর বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৮:৪০ পিএম, ০৪ মে ২০২৫
অনশনে বসা তরুণী (বামে)

বরগুনার আমতলীতে বিয়ের দাবিতে কুয়েত প্রবাসীর বাড়িতে অনশন করা এক তরুণীর (১৯) বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা ও হুমকির অভিযোগে মামলা হয়েছে।

রোববার (৪ মে) দুপুরে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন কুয়েত প্রবাসী মহিউদ্দিন বিশ্বাসের বড় ভাই আল-আমিন বিশ্বাস।

বিষয়টি নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী মো. রেজাউল করিম রেজা।

এর আগে শনিবার (৩ মে) বিকেলে নিজেকে মহিউদ্দিন বিশ্বাসের ১৬ বছরের প্রেমিকা দাবি করে বিয়ের দাবিতে অনশন শুরু করেন ওই তরুণী।

তরুণী অভিযোগ করে বলেন, ‘আমার জীবন থেকে মহিউদ্দিন ১৬টি বছর নষ্ট করেছে। পরিবার থেকে একাধিকবার বিয়ের উদ্যোগ নেওয়া হলেও মহিউদ্দিন বারবার তা ভেঙে দিয়েছে। এখন তার ভাই আমার বিরুদ্ধে মামলা করেছে। আত্মহত্যা ছাড়া আমার সামনে আর কোনো পথ নেই।’

এ বিষয়ে জানতে প্রবাসী মহিউদ্দিন বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

তবে মামলার বাদী আল-আমিন বিশ্বাস বলেন, ‘আমার ভাই মহিউদ্দিন বিশ্বাসের সঙ্গে ওই মেয়ের বিয়ের কথাবর্তা চলছে। আমি কেন তার বিরুদ্ধে মামলা দেবো?’

তাহলে আমতলী আদালতে আপনার সই দিয়ে কে মামলা করেছে, এমন প্রশ্ন করা হলে তিনি ফোন কেটে দেন।

বাদীপক্ষের আইনজীবী রেজাউল করিম রেজা জাগো নিউজকে বলেন, ‘অনশন করা ওই তরুণীকে আসামি করে কুয়েতপ্রবাসী মহিউদ্দিন বিশ্বাসের বড় ভাই আল-আমিন বিশ্বাস বাদী হয়ে আদালতে মামলা করেন। শুনানি শেষে আদালত আমতলী থানাকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের আদেশ দিয়েছেন।’

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম আরিফ জাগো নিউজকে বলেন, মামলা গ্রহণের বিষয়ে এখন পর্যন্ত আদালতের কোনো নির্দেশের কপি পাইনি। আদালতের আদেশ পাওয়ামাত্র আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নুরুল আহাদ অনিক/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।