চাঁদপুরে ৪ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে জরিমানা, দুটি সিলগালা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৯:১৯ পিএম, ০৪ মে ২০২৫

চাঁদপুরের হাজীগঞ্জে চারটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে এক লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় দুটি হাসপাতালকে সিলগালা করা হয়েছে।

রোববার (৪ মে) সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মা জেনারেল হাসপাতাল মালিককে পাঁচ হাজার টাকা, শাহজাহান মেমোরিয়াল অ্যান্ড ট্রমা সেন্টার মালিককে ৩০ হাজার টাকা ও পপুলার হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া নিবন্ধন না থাকায় তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফাতেহা ডায়াগনস্টিক সেন্টার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা ও সিলগালা ও সূর্যের আলো ক্লিনিক সিলগালা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. জসিম উদ্দিন ও হাজীগঞ্জ থানা পুলিশ সদস্যরা।

হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান বলেন, স্বাস্থ্য সেবার মান নিশ্চিত করতে এসব প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শরীফুল ইসলাম/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।