ভোলায় বাস বন্ধ রেখে তৃতীয় দিনের মতো বিক্ষোভ শ্রমিকদের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ১২:০৩ পিএম, ০৬ মে ২০২৫

ভোলায় বাস শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে তৃতীয় দিনের মতো বিক্ষোভ চলছে। মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা থেকে জেলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে দফায় দফায় বিক্ষোভ মিছিল করেন বাস শ্রমিকরা।

তারা বলেন, বাস শ্রমিকদের ওপর সিএনজিচালিত অটোরিকশার শ্রমিকরা হামলা চালিয়েছেন। এতে তাদের বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার ও আঞ্চলিক সড়কে সিএনজিচালিত অটোরিকশা নিষিদ্ধের দাবি করেন তারা।

এদিকে গত রোববার (৪ মে) বিকেলে ভোলার বাংলাবাজার এলাকায় বাস শ্রমিকদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ওইদিন সন্ধ্যা থেকে জেলার পাঁচটি রুটে বাস চলাচল বন্ধ করে রেখেছে জেলা বাস শ্রমিক ইউনিয়ন।

ভোলায় বাস বন্ধ রেখে তৃতীয় দিনের মতো বিক্ষোভ শ্রমিকদের

জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মিজানুর রহমান জানান, বাস শ্রমিকদের ওপর হামলার ঘটনায় মঙ্গলবার তারা ভোলার পাঁচটি রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।

তিনি আরও জানান, মঙ্গলবার তাদের জেলা প্রশাসক ডেকেছেন। যদি দাবি পূরণের আশ্বাস দেন জেলা প্রশাসক তাহলে বাস ধর্মঘট প্রত্যাহার করা হবে।

জুয়েল সাহা বিকাশ/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।