মেহেরপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৪:০৯ পিএম, ০৯ মে ২০২৫

মেহেরপুরের গাংনীতে পানিতে ডুবে হুজাইফা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ মে) বেলা ১১টার দিকে বাড়ির পাশের পুকুরে ডুবে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানায়, উপজেলার ষোলটাকা ইউনিয়নের শিমুলতলা গ্রামের তুহিন আলীর ছেলে হুজাইফা (৫)। সকালের খেলার সময় বাড়ির পাশের পুকুরে বসে পড়ে যায় সে। অনেকক্ষণ হুজাইফাকে বাড়িতে দেখতে না পেয়ে তার মা লাবনি খাতুন প্রতিবেশীদের বাড়িতে খুঁজতে থাকেন। পরে পুকুরের পাশ দিয়ে যাবার সময় হুজাইফার মরদেহে ভাসতে দেখে দ্রুত তাকে উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি মেম্বর মনিরুল জানান, তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গাংনী থানার ডিউটি অফিসার জহুরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এআইকিউ/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।