নেত্রকোনায় শিশু হত্যার দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড


প্রকাশিত: ০৮:৩৯ এএম, ৩১ মে ২০১৬

শিশু শুক্কর আলীকে হত্যার দায়ে তিনজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুর ১টার দিকে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ড.একেএম আবুল কাশেম এ আদেশ দেন।

মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন-নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চিটুয়া নওপাড়া গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে শামীম খান (২০),  আব্দুস সালামের ছেলে সোহাগ মিয়া ও তারাকান্দি গ্রামের সলতু মিয়ার ছেলে শরিফুজ্জামান হুমায়ুন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ৯ জুন আসামিরা শুক্কর আলীকে অপহরণ করে মোবাইল ফোনে মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ দিতে না পারায় আসামিরা শুক্কুর আলীকে হত্যা হরে গ্রামের সূতী নদীতে পুতে রাখে।

এ ঘটনায় শুক্কর আলীর বাবা ফারুক ভূইয়া গত ১২.০৬.১৬ তারিখে কেন্দুয়া থানায় সাধারণ ডায়েরি করেন। পরে পুলিশ মোবাইল নম্বরের সূত্র ধরে আসামিদের গ্রেফতার করে। আসামিদের স্বীকারোক্তি মোতাবেক নিখোঁজের ২১ দিন পর গ্রামের সূতী নদী থেকে শুক্কর আলীর মাথার হাড়, শরীরের ১৪টি হাড় ও পরনের কাপড় উদ্ধার করে পুলিশ।

মামলায় ১৮ জন সাক্ষীর সাক্ষ্য শেষে ২ আসামির উপস্থিতিতে অভিযুক্ত তিনজনকে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মামলাটির রাষ্ট্র পক্ষে ছিলেন পিপি জিএম খান পাঠান বিমল ও আসামি পক্ষে ছিলেন অ্যাড.মানবেন্দ্র বিশ্বাস উজ্জ্বল।

কামাল হোসাইন/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।