পটুয়াখালী

সুদ কারবারিদের বিরুদ্ধে শুরু হচ্ছে অভিযান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৫:৫৮ পিএম, ১৩ মে ২০২৫

পটুয়াখালীতে সুদের কারবার করা ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান শুরু হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে প্রশাসন।

সোমবার (১২ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন আইনশৃঙ্খলা কমিটির সভায় জানান, অনেক ব্যক্তি অসহায় মানুষের বিপদের সুযোগ নিয়ে ব্ল্যাংক চেক নিয়ে চড়া সুদে টাকা লগ্নি করছেন। টাকা দিতে ব্যর্থ হলে ব্যাংক চেকে অনেক বেশি টাকার অংক লিখে আদালতে মামলা করে পরিবারগুলো সর্বস্বান্ত করছেন, যা পুরোপুরি আইনিভাবে নিষিদ্ধ এবং বেআইনি।

এসময় সভায় এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ গ্রহণের সঙ্গে একমত পোষণ করেন সবাই।

জেলা প্রশাসক সব উপজেলা নির্বাহী অফিসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সুদ কারবারিদের বিষয়ে অনুসন্ধান করে আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।

সভায় পুলিশ সুপার আনোয়ার জাহিদ, সেনাবাহিনীর পটুয়াখালী ক্যাম্প কমান্ডার মেজর রেজোয়ান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক হাওলাদার, জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া, জেলা আইনজীবী সমিতির সভাপতি হুমায়ুন কবির, পটুয়াখালী জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ উপস্থিত ছিলেন।

আব্দুস সালাম আরিফ/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।