মায়ের সঙ্গে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেলো ছেলের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৯:৪৮ পিএম, ১৩ মে ২০২৫
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জে মায়ের সঙ্গে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মো. মিজান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যা ৬টার দিকে জেলা শহরের গুলবাঘ ফুলকুঁড়ি এলাকার একটি আম বাগানে এ ঘটনা ঘটে।

নিহত মিজান চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার গুলবাগ ফুলকুঁড়ি মহল্লার মনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, সন্ধ্যার সময় বাড়ির পাশের আম বাগানে মায়ের সঙ্গে আম কুড়াতে যান মিজান। এসময় হঠাৎ ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত হলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান।

সোহান মাহমুদ/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।