পদত্যাগ করে বললেন ‘কখনো আওয়ামী লীগের নাম মুখে নেবো না’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৯:১৫ পিএম, ১৪ মে ২০২৫
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতা আবদুল আজিজ মিয়া

পটুয়াখালীর দশমিনা উপজেলা আওয়ামী লীগের পদ থেকে পদত্যাগ করেছেন রনগোপালদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যাব আবদুল আজিজ মিয়া।

বুধবার (১৪ মে) বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি দলটি থেকে পদত্যাগের ঘোষণা দেন। কারণ হিসেবে ‘শারীরিক অসুস্থতাকে’ উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দিয়ে আবদুল আজিজ মিয়া বলেন, ‘শারীরিক অসুস্থতার কারণে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতির পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আজ থেকে আমার সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই। কখনো আওয়ামী লীগের নাম মুখে নেবো না।’

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২২ সালে ২৯ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে অংশ নিয়ে বিজয়ী হন আজিজ মিয়া। এরপর থেকে দাপটের সঙ্গে রাজনীতি করে আসছিলেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর তিনি সাময়িক পালিয়ে থাকেন। পরে আবার এলাকায় এসে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তবে সময়-অসময়ে শারীরিক অসুস্থতা দেখিয়ে ঢাকায় অবস্থান করে আসছিলেন আজিজ মিয়া।

আব্দুস সালাম আরিফ/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।