নরমাল ডেলিভারিতে সার্জন ফি, হাসপাতালের বিল নিয়ে তোলপাড়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ১২:০১ পিএম, ১৮ মে ২০২৫

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচরের পালস্-এইড জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা নিতে আসা এক প্রসূতির বিল ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তোলপাড়।

ভাইরাল হওয়া বিল অনুযায়ী, তানজিলা নামে এক রোগী শুক্রবার (১৬ মে) হাসপাতালে ভর্তি হন। বিলের বিবরণে উল্লেখ রয়েছে, ভর্তি ফি ৫০০ টাকা, কেবিন ভাড়া ১ হাজার টাকা, হাসপাতাল NVD চার্জ ৭ হাজার টাকা, ওষুধ বাবদ ৫০০ টাকা এবং ‘সার্জন ফি’ ৬ হাজার টাকা। সর্বমোট বিল দাঁড়ায় ১৫ হাজার টাকা।

বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘সার্জন ফি’, যেটা সাধারণত সিজারিয়ান অপারেশনের ক্ষেত্রে প্রযোজ্য হলেও ওই রোগীর নরমাল ডেলিভারি (NVD) হয়েছে বলে দাবি করে রোগীর পরিবার। চিকিৎসা নীতিমালা অনুযায়ী, রোগীর চিকিৎসা ও সার্ভিস সংক্রান্ত প্রতিটি খরচ স্বচ্ছভাবে উপস্থাপন এবং নির্দিষ্ট খাত অনুযায়ী ব্যাখ্যা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

স্থানীয়রা বলছেন, এমন ঘটনা একদিকে যেমন সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা গ্রহণে অনীহা সৃষ্টি করছে, অন্যদিকে বেসরকারি হাসপাতালগুলোর প্রতি আস্থা হারাচ্ছে জনগণ।

এলাকাবাসীর দাবি, পালস্-এইড হাসপাতালের এ ধরনের বিলিং প্রক্রিয়ার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক, যাতে ভবিষ্যতে কেউ হয়রানির শিকার না হয়।

তবে রোগীর পরিবারসহ অনেকেই এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন। তাদের দাবি, যদি জটিলতা থেকে থাকে, তাহলে সেটা আলাদা খাতে উল্লেখ করা উচিত ছিল। ‘সার্জন ফি’ নামে চার্জ করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।

প্রসূতির আত্মীয় মো. মোজাম্মেল কাজী বলেন, আমার আত্মীয় তানজিলার প্রসব বেদনা উঠলে হাসপাতালে নিয়ে যাই। মাত্র পাঁচ মিনিটের মধ্যেই নরমাল ডেলিভারি হয়ে যায়। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ ১৫ হাজার টাকার বিল ধরিয়ে দেয়। এত বেশি বিলের কারণ জানতে চাইলে তারা খারাপ ব্যবহার করে।

এছাড়া মোহনপুর থেকে আসা রোগী মো. সুমন অভিযোগ করে বলেন, ‘আমার স্ত্রীর ডেলিভারির জন্য গেলে কর্তৃপক্ষ সরাসরি বলে সিজার করতে হবে। উপায়ান্তর না পেয়ে রাজি হয়ে যাই। পরে ২৫ হাজার টাকা বিল নেওয়া হয়।’

হাসপাতালের ম্যানেজার মো. লিমন বলেন, ‘আমরা সাধারণত নরমাল ডেলিভারির জন্য রোগীর কাছ থেকে ১২ হাজার টাকা নিই। তবে এই রোগীর ক্ষেত্রে কিছুটা জটিলতা ছিল, তাই অতিরিক্ত সার্ভিস বাবদ ১৫ হাজার টাকা রাখা হয়েছে।’

এ বিষয়ে মতলব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান বলেন, বিষয়টি আমরা সামাজিক মাধ্যমে দেখেছি। আমি চট্টগ্রামে প্রশিক্ষণে আছি। সাধারণত নরমাল ডেলিভারিতে এত টাকা বিল নেওয়ার কথা না। যদি অনিয়ম হয়ে থাকে, তাহলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শরীফুল ইসলাম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।