চাঁপাইনবাবগঞ্জ

ঝড়ে উড়ে গেছে স্কুলের টিনের চালা, ঝুঁকি নিয়ে চলছে পাঠদান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৯:০৫ পিএম, ১৯ মে ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ঝড়ে টিনের চালা উড়ে যাওয়ায় ঝুঁকিপূর্ণ কক্ষে পাঠ নিচ্ছে শিক্ষার্থীরা। শনিবার (১৭ মে) ঝড়ে উপজেলার নাসিরাবাদ দুলাহার উচ্চ বিদ্যালয়ের চালা উড়ে যায়।

শুধু তাই নয় বিদ্যালয়টির দরজা, জানালা, ফ্যান, টেবিল, চেয়ার, বেঞ্চসহ ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন সরঞ্জাম। এতে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদুৎ ব্যবস্থা। কোনো উপায় না পেয়ে খোলা আকাশের নিচে শিক্ষা কার্যক্রম অব্যাহত রেখেছেন শিক্ষকরা।

স্থানীয় বাসিন্দা আসরাফুল ইসলাম বলেন, ১৯৭৩ সালে নাসিরাবাদ দুলাহার উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা হয়। বিদ্যালয়ের অধিকাংশ ঘর মাটির। গত দুদিন আগে ঝড়ে মাটির তৈরি তিনটি ঘরের মধ্যে দুটির চালের টিন উড়ে গেছে।

ঝড়ে উড়ে গেছে স্কুলের টিনের চালা, ঝুঁকি নিয়ে চলছে পাঠদান

বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) অকিল চন্দ্র বর্মণ বলেন, ৫২ বছর ধরে মাটির তৈরি ঘরে শিক্ষার্থীদের পাঠদান করে আসছি। কিন্তু দুদিন আগে ঝড়ে আমাদের বিদ্যালয়ের দুইটা ঘরের টিন উড়ে গেছে। বাধ্য হয়ে খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের পাঠদান করতে হচ্ছে।

নাচোল উপজেলার শিক্ষা কর্মকর্তা দুলাল উদ্দিন বলেন, ঝড়ে বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে শুনেছি। জেলা শিক্ষা অফিসে বিষয়টি জানানো হবে। সেখান থেকে অর্থ পেলে প্রতিষ্ঠানটি মেরামতের কাজ শুরু করা হবে।

সোহান মাহমুদ/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।