মাঝরাতে রিকশায় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৮:৩৭ এএম, ২০ মে ২০২৫

জেলা প্রতিনিধি, চাঁদপুরে রিকশায় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

সোমবার (১৯ মে) রাত ১২টার সময় ডিসি অফিসের সামনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী সমুদ্র মাল ও রিকশাচালক ঘটনাস্থলেই নিহত হয়।

নিহত সমুদ্র মাল চাঁদপুর সদরের বাবুরহাট এলাকার মনির মালের ছেলে। তবে নিহত রিকশাচালকের নাম পরিচয় এখনো জানা যায়নি।

মাঝরাতে রিকশায় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

প্রত্যক্ষদর্শীরা জানান, রাকিব ও সমুদ্র নামের ২ ব্যক্তি বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে বাবুরহাটের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা রিকশায় ধাক্কা দেন। এতে মোটরসাইকেল ও রিকশা ভেঙে চুরমার হয়ে যায়। মোটরসাইকেলটি প্রায় ৩০ হাত দূরে ছিটকে গিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অপর একজনকে আঘাত করে।

সঙ্গে সঙ্গে তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেল চালক রাকিবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার করা হয়েছে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বেলায়েত হোসাইন জানান, চারজনের মধ্যে দুজনকেই মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাদের মৃত্যু হয়েছে।

শরীফুল ইসলাম/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।