ব্রাহ্মণবাড়িয়া

প্রবাসীর বাসায় দুর্ধর্ষ চুরি, ২০ ভরি স্বর্ণালংকার লুট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৮:১৪ এএম, ২২ মে ২০২৫

ব্রাহ্মণবাড়িয়া শহরে প্রবাসীর এক বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২১ মে) রাত পৌনে ৮টার দিকে জেলা শহরের উত্তর মৌড়াইল হাসিনা ভিলা ভবনে এই ঘটনা ঘটে। এসময় ২০ ভরি স্বর্ণালংকার নিয়ে যায় চোরের দল।

বাড়ির অভিভাবক হাসনা বেগম জানান, তার ৫ ছেলের মধ্যে ৪ ছেলেই প্রবাসে থাকেন। এরমধ্যে এক ছেলে পর্তুগাল ও তিন ছেলে সৌদি আরবে থাকে। এই ভবনটি তিনতলা। দ্বিতীয় ও তৃতীয় তলায় তারা বাস করেন। নিচতলায় দুইটি ফ্ল্যাট ভাড়া দেওয়া। দোতলার পশ্চিম পাশের ফ্ল্যাটে পর্তুগাল প্রবাসী বড় ছেলের পরিবার থাকে। এর পাশের ফ্ল্যাটে ছোট ছেলের পরিবার থাকে। বুধবার সন্ধ্যায় তার বড় ছেলের স্ত্রী ফ্ল্যাটে তালা দিয়ে বাবার বাড়িতে যান। তার স্বামীও দেশে থাকা ছেলেকে নিয়ে ঢাকায় গিয়েছেন। তাই তিনি তৃতীয় তলার আরেক ছেলের ফ্ল্যাটে ছিলেন।

তিনি বলেন, সন্ধ্যার পর আমি দোতলায় নেমে এসে দেখি এক ছেলে ফ্ল্যাটের সামনে দরজায় নাড়াচাড়া করছে, আমি ভেবেছিলাম আমার নাতি। তার নাম ধরে ডাকতেই চোর হাতে একটা ব্যাগ নিয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে দেখি দরজার তালা ভেঙে ঘরে ঢুকেছে। ঘরের আলমিরা ভেঙে ভেতরের সিন্দুকও ভেঙে ফেলেছে।

প্রবাসীর বাসায় দুর্ধর্ষ চুরি, ২০ ভরি স্বর্ণালংকার লুট

তিনি দাবি করেন, আলমারির সিন্দুকে থাকা ২০ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে। এরমধ্যে সৌদি আরব থেকে দেশে ফেরা তার ছোট ছেলের স্ত্রীর ৮ ভরি ও বড় ছেলের স্ত্রীর ১২ ভরি স্বর্ণালংকার রয়েছে। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ আসে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশ গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখছে। এই ঘটনায় জড়িত অপরাধীদের শনাক্ত করতে কাজ শুরু করেছে পুলিশ।

আবুল হাসনাত মো. রাফি/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।