মেঘনা থেকে বালু উত্তোলন, গ্রেফতার ৮

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ১০:০০ পিএম, ২২ মে ২০২৫

চাঁদপুরের মতলবে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে আটজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় পাঁচটি ড্রেজার, তিনটি বাল্কহেড জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২২ মে) সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত নাছিরাকান্দি আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন ও বাংলাবাজার খাল এলাকার মেঘনা নদীতে উপজেলা প্রশাসন এবং নৌপুলিশ যৌথ অভিযান চালায়।

গ্রেফতাররা হলেন- রুবেল, জসিম, সজিব, মহিউদ্দিন, সাইফুল, সেলিম শেখ, কামাল শেখ ও সাকিব।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কিবরিয়া মিয়াজির নেতৃত্বে ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন হয়ে আসছিল। তিনি প্রভাব খাটিয়ে নদী থেকে বালু উত্তোলন করতেন।

মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির কর্মকর্তা এসআই মো. আহসান হাবিব বলেন, উদ্ধার করা ড্রেজার ও বাল্কহেডের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা বলেন, নদী ও পরিবেশ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে। কেউ অবৈধভাবে বালু উত্তোলন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শরীফুল ইসলাম/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।