চাঁপাইনবাবগঞ্জ

অসহায়দের বিনামূল্যে চিকিৎসা সেবা দিলো সেনাবাহিনী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ২৪ মে ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে গরিব ও অসহায়দের বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছে সেনাবাহিনী। শনিবার (২৪ মে) দিনব্যাপী জেলা শহরের আ.হ.ম. মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্টেডিয়ামে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়।

মেডিসিন, প্রসূতি, চক্ষুরোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা প্রদান করেন। চিকিৎসা শেষে সব ধরনের রোগীদের ফ্রি ওষুধ দেওয়া হয়।

শহরের রেহাইচর আদর্শ পাড়া গ্রামের সুমাইয়া বেগম জানান, গত তিনদিন ধরে তার ৪ বছরের মেয়ের শরীরে জ্বর। কিন্তু সেভাবে ডাক্তার দেখাতে পারেননি। সেনাবাহিনী চিকিৎসা দিচ্ছে শুনে এসেছেন। এসে চিকিৎসা পেয়েছেন। পেয়েছেন ওষুধও।

চাঁপাইনবাবগঞ্জ থেকে ৪০ কিলোমিটার দূরে শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়ন। সেখান থেকে আ.হ.ম. মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্টেডিয়ামে সেনাবাহিনীর চিকিৎসা নিতে এসেছেন আলি-আকরাম।

তিনি জাগো নিউজকে জানান, তার ছয় বছর থেকে একটি চোখ নষ্ট। আরও একটি নষ্ট হতে যাচ্ছে। তাই সেনাবাহিনী চিকিৎসা দিচ্ছে শুনে এসেছেন। এসে চিকিৎসা শেষে ওষুধ নিয়ে বাড়ি ফিরলেন তিনি।

চাঁপাইনবাবগঞ্জ সেনা ক্যাম্পের কমান্ডার লে. কর্নেল এইচ এম সাদিক ওলিদ জাগো নিউজকে বলেন, সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তিনজন বিশেষজ্ঞ দিনব্যাপী অসহায় মানুষদের চিকিৎসা সেবা দেন। চিকিৎসা শেষে যাদের যে ধরণের ওষুধ প্রয়োজন ফ্রি দেওয়া হচ্ছে।

সোহান মাহমুদ/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।