ভোলায় ৬ দফা দাবিতে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনে তালা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৮:৪৭ পিএম, ২৪ মে ২০২৫

ভোলায় ৬ দফা দাবিতে বিক্ষোভ করে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

শনিবার (২৪ মে) দুপুর পৌনে ২টার দিকে আমরা ভোলাব‌াসীর নামে একটি সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেয়।

এর আগে বেলা ১১টার দিকে শহরের বাংলা স্কুল মাঠে ঘরে গ‌্যাস সংযোগ, গ‌্যাস ভিত্তিক শিল্প কারখানা, ভোলা-বরিশাল সেতুসহ ৬ দফা দাবিতে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে তারা ইন্ট্রাকো কম্পানির রিফুয়েলিং স্টেশন অফিসের সামনে গিয়ে ঘেরাও করে গেটে তালা ঝুলিয়ে দেন।

ভোলায় ৬ দফা দাবিতে বিক্ষোভ করে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা

আমরা ভোলাবাসীর আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর জানান, ৬ দফা দাবিতে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। কিন্তু কোনো দাবি মানা হয়নি। আজও ৬ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছি। পরে ইন্ট্রাকো কম্পোনির রিফুয়েলিং স্টেশন ঘেরাও করে তালা ঝুলিয়ে দিয়েছি। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলমান থাকবে।

জুয়েল সাহা বিকাশ/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।