সৈয়দা রিজওয়ানা হাসান
শিল্পকারখানায় ভূগর্ভস্থ পানি ব্যবহারে মূল্য পরিশোধ করতে হবে
পানিসম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, শিল্পকারখানায় ভূগর্ভস্থ পানি ব্যবহারে মূল্য পরিশোধ করতে হবে এবং এ পানিকে পুনঃব্যবহারযোগ্য করতে হবে। আমরা ঢাকার চারটি নদী দখল ও দূষণমুক্ত করার কর্মপরিকল্পনা চূড়ান্ত করে চুক্তি করে দেওয়ার চেষ্টা করবো।
শনিবার (২৪ মে) বিকেলে গাজীপুর পিটিআই মিলনায়তনে পানি ফোরাম আয়োজিত ‘নদী ও জলাভূমি সিম্পোজিয়াম-২০২৫’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রিজওয়ানা হাসান বলেন, আমাদের সময়ে অন্যান্য নদীর কাজ শুরু করা হবে না। কিন্তু আশা করি তুরাগ নদী পুনরুদ্ধারের কাজটা আমাদের সময়ে শুরু হয়ে যাবে। এজন্য বিশ্ব ব্যাংক সর্বাত্মক সহযোগিতা দিচ্ছে। গাজীপুরের গাছা খাল ও লবনদহ পুকুর উদ্ধার, ৫ আগস্টের পর দখল হওয়া এবং ঝামেলা কম এমন দখল হওয়া বনভূমি উদ্ধার, এই কয়েকটি কাজ আমরা আগে শেষ করবো।
গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে ও বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ মনির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী নাফিউ সাজ্জাদ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, গাজীপুরের পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক, বহুমুখী পাট পণ্য উৎপাদনও রপ্তানিকারক সমিতির সভাপতি মো. রাশেদুল করিম মুন্না প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গাজীপুরের ওপর দিয়ে পুরাতন ব্রহ্মপুত্র, শীতলক্ষ্যা, বানার , চিলাই, লবণদহ, শালদহ, গোয়ালী, তুরাগ, বংশী, বালু, গোয়াল্লার, পারুলীসহ আরও কয়েকটি ছোট নদ-নদী বয়ে গেছে। রয়েছে অনিন্দ সুন্দর বোলাই, মকশ বিলসহ কয়েকটি জলাধার। দখল-দূষণে বিপর্যস্থ থাকা সত্ত্বেও এখনো এসব নদী-নদী ও জলাধার নিজ জেলাতো বটেই আশপাশের অঞ্চলগুলোর সমাজ সংস্কৃতিতে প্রভাব রেখে চলেছে। সমৃদ্ধ করছে ভূগর্ভস্থ পানিকেও। সব ধরনের প্যারামিটারে গ্রহণযোগ্য মাত্রা ও স্বাদের আলাদা ধরনই ছিল এ অঞ্চলের পানির অনন্য বৈশিষ্ট্য। এছাড়া এসব নদী ছিল মৎস্য সম্পদের এক বিশাল ভাণ্ডার।
গবেষণায় দেখা গেছে, এই জেলার পানির গুণগত মান কমছে। কোথাও কোথাও পানিতে দ্রবণীয় অক্সিজেনের পরিমাণ শূন্যের ঘরেও চলে যাচ্ছে। এর জন্য নদী দূষণ সর্বাংশে দায়ী। এই অবস্থা থেকে উত্তরণের জন্য নদী ও জলাভূমিকে রক্ষা করার পথ খুঁজতে আজকের এই আয়োজন খুবই গুরুত্বপূর্ণ।
আলোচনা অনুষ্ঠানের পর উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান নদী বিষয়ক সংকলন ‘নদী কানন’র মোড়ক উন্মোচন করেন।
মো. আমিনুল ইসলাম/এমএন/জেআইএম