কাস্টমস কর্মকর্তাদের কর্মবিরতি

সোনামসজিদ বন্দরে দিনভর আটকে ছিল ভারতীয় পণ্যবাহী অর্ধশত ট্রাক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৯:০৬ পিএম, ২৪ মে ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে কাস্টমস কর্মকর্তাদের কর্মবিরতির কারণে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বন্ধ ছিল আমদানি-রপ্তানি কার্যক্রম।

শনিবার (২৪ মে) সকাল থেকে স্থলবন্দরের শূন্যরেখায় কাস্টমস ছাড়পত্র না পাওয়ায় আটকে ছিল অর্ধশত ভারতীয় পণ্যবাহী ট্রাক। পরে বিকেল সাড়ে ৪টায় ছাড়পত্র দেওয়া শুরু করে কাস্টমস। এতে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হয়।

জানা যায়, এনবিআর বিলুপ্ত করার প্রতিবাদে অসহযোগ কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত কর্মকর্তারা। এর অংশ হিসেবে স্থলবন্দর কাস্টমসের কর্মকর্তারা সকাল ৯টা থেকে কর্মবিরতি পালন করেছেন। পরে বিকেল ৫টা পর্যন্ত কর্মবিরতি চলে।

সোনামসজিদ বন্দরে দিনভর আটকে ছিল ভারতীয় পণ্যবাহী অর্ধশত ট্রাক

সোনামসজিদ স্থল বন্দরের আমদানিকারক সাঈদি রহমান বলেন, কর্মবিরতির কারণে আমার মতো অনেক ব্যবসায়ীর ট্রাক জিরো পয়েন্টে আটকে ছিল। তাই সময়মতো লোড-আনলোড করতে পারিনি। এতে যে সময়ে পণ্যটি ঢাকায় পাঠানোর কথা তা হয়ে উঠেনি।

সোনামসজিদ স্থলবন্দর পানামা পোর্টলিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান বলেন, সকাল থেকে কর্মবিরতির কারণে কোনো পণ্যবাহী ট্রাক সোনামসজিদ স্থলবন্দরে প্রবেশ করেনি। আমদানি পণ্য নিয়ে ভারতীয় ট্রাকগুলো শূন্যরেখা থেকে ভারতের মহদিপুর বন্দরে অপেক্ষা করছিল। পরে বিকেল ৪টার দিকে কর্মবিরতি শেষ হলে আমদানি-রপ্তানি কর্যক্রম স্বাভাবিক হয়েছে। বিকেল থেকে এখন পর্যন্ত ১৫টি ভারতীয় পণ্যবাহী ট্রাক পানামায় এসেছে।

এ বিষয়ে জানতে সোনামসজিদ স্থল কাস্টমসের সহকারী কমিশনার আরিফুল ইসলামকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

সোহান মাহমুদ/এমএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।