ইজিবাইক নিয়ে বের হয়েছিলেন, মিললো সারাগায়ে ছুরিকাঘাত করা মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ১২:২৭ পিএম, ২৫ মে ২০২৫

যশোরে দুর্বৃত্তদের হাতে সেলিম রেজা ডাবলু (৪০) নামে এক ইজিবাইকচালক নৃশংসভাবে খুন হয়েছেন। দুর্বৃত্তরা পা থেকে মাথা পর্যন্ত সারা শরীরে উপর্যুপরি ছুরিকাঘাত করে থাকে হত্যা করেছে।

রোববার (২৫ মে) সকাল ৭টার দিকে সদর উপজেলার চুড়ামনকাঠি ব্র্যাক অফিসের সামনে থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত সেলিম রেজা ডাবলু যশোর সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের মৃত আমজেদ হোসেন বিশ্বাসের ছেলে।

নিহতের ছোট ভাই শাহীন জানান, প্রতিদিনের মতো শনিবার রাত সাড়ে ৯টার দিকে বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হন ডাবলু। পরে রোববার সকালে চাচা ফোন দিয়ে জানান বড় ভাই মারা গেছেন। খবর পেয়ে স্বজনদের নিয়ে ঘটনাস্থলে যাই। সেখানে আগে থেকে পুলিশ উপস্থিত ছিল। পরে মরদেহ উদ্ধার করে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান তারা।

তিনি আরও জানান, ছিনতাই করার উদ্দেশ্য হলে ছিনতাইকারীরা দুই চারটি চাকু মেরে ইজিবাইক নিয়ে যাবে। কিন্তু দুর্বৃত্তরা সেটি না করে মাথায়, বুকে, পেটে, দুই পায়ে এবং পিঠে একাধিক ছুরিকাঘাত করেছে।

যশোর হাসপাতালের চিকিৎসক জুবায়ের আহমেদ জানান, পুলিশ ভোরে একটি মরদেহ জরুরি বিভাগে নিয়ে আসে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, দুর্বৃত্তরা তাকে মাথা থেকে পা পর্যন্ত খুঁচিয়ে কুপিয়েছে।

যশোর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে। ধারণা করা হচ্ছে পূর্ব কোনো শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে।

মিলন রহমান/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।